সারাদেশ

পেছাল বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামিন শুনানি

বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামিন শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী তারিখ ধার্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ। 

রোববার (৭ জুলাই) হানগর বিএনপির আহবায়ক ও বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিননামা দাখিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া সহ দেড় শতাধিক নেতাকর্মী।

এদিন উচ্চ আদালতের নির্দেশে নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিন বহাল রাখার আবেদন করেন তারা। এর আগে গত ৪ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেছিলো তাদের আইনজীবীরা। রোববার শুনানি হলে জামিন পাবেন বলে প্রত্যাশা ছিলো আইনজীবীদের। কিন্তু আদালত শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী তারিখ ধার্য করেছেন।

বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন,  দেড় শতাধিক নেতাকর্মী ৬ মামলায় উচ্চ আদালতের জামিনের পর উচ্চ আদালতের নির্দেশে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। 

Back to top button