সারাদেশ

পূর্ণাঙ্গ কমিটিতে রনির সমন্বয়হীনতা কালক্ষেপন, অভিযোগ সাদেকের

‘পূর্ণাঙ্গ কমিটি এখনো কেন্দ্রে জমা দেয়নি। আমার সেক্রেটারি রনির কারণে ধীরগতি হচ্ছে। আমার কোনো আন্তরিকতার ঘাটতি নেই। বারবার সময় নিচ্ছে রনি‘ মন্তব্য করেছেন-নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক। 

বুধবার (৩০ জুলাই) সময় সকালের প্রতিবেদকের সাথে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির বিষয় নিয়ে কথা হলে তিনি এ মন্তব্য করেন। 

কেন সেক্রেটারি সময় নিচ্ছে? এমন প্রশ্নে সাদেক বলেন, ‘তার লোকজন বেশি এরকম সে বুজাইতে চাইতাছে। সে ছাত্রদল করছে। তার ছাত্রদলের ছেলে আছে। যুবদলের আগের কমিটিতে সে সদস্য সচিব ছিলো। অনেককে নিয়ে সে রাজনীতি করেছে। সে কারণে কিছু সমন্বয়হীনতা হচ্ছে ও কালক্ষেপন করতাছে।’

তিনি আরও বলেন, ‘আমি ত্যাগীদের যাছাই বাছাই করে সর্বোচ্চ চেষ্টা করেছি। একটি পূর্ণাঙ্গ কমিটি আমি করেও রাখছি। রনি বারবার সময় চাইতাছে। রনি আজকে না কালকে, দুইদিন না ছয়দিন পরে এই অবস্থা। কেন্দ্রকে আমি লিখিতভাবে এই বিষয়টি জানিয়েছি বলে জানান যুবদলের এ আহবায়ক।’

তিনি বলেন, ‘আমি কোনো সময় নেয়নি। কইলে আমি এক ঘন্টার মধ্যে কমিটি দেওয়ার ক্ষমতা রাখি। যারা রাজপথে ছিলো তাদেরকে আমি কমিটিতে রাখবো। আমাকে টোপ দিয়ে কোনো লাভ হবে না। যারা আন্দোলন সংগ্রামে আমার সাথে ছিলো তাদেরকেই কমিটিতে রাখবো। এবার কেউ খুশি হোক অথবা নারাজ হোক।’  

রনি ত্যাগীদের বাদ দিয়ে নিজের পচ্ছন্দমতো করতে চাচ্ছে এমন প্রশ্নে আহবায়ক বলেন, ‘রনির তো অনেক প্ল্যান; সে তো আমাকেই বাদ দিতে চাচ্ছে। কমিটি ভেঙ্গে দিবে এবং উনি সভাপতি হবে কত প্ল্যান উনার মধ্যে। এখন সে দলের মধ্যে আলোচ্য না, প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে আমার কাছে। দলের  সিদ্বান্ত মানছে না, মালয়েশিয়া চলে যাচ্ছে, বাচ্চা অসুস্থ নানা তালবাহানা করছে।’

Leave a Reply

Back to top button