সারাদেশ

পূজায় কোনো ধরনের শঙ্কা নেই: র‍্যাব ১১ সিও

বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ও গুজব ছড়িয়ে নাশকতার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জে ২২৪টি পূজা মণ্ডপ রয়েছে। গুজবে কেউ কান দিবেন না। কেউ যেন গুজব ছড়িয়ে নাশকতা না করতে পারে সে ব্যাপারে ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন নারায়ণগঞ্জ থেকে না হয়। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শহরের আমলাপাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমলাপাড়া পূজা মণ্ডপটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে শুনেছি পাশে একটি মসজিদও রয়েছে। তারা অত্যন্ত সুন্দরভাবে সম্প্রীতির সঙ্গে কাজ করছে। আমাদের সব জায়গায় এ সম্প্রীতির নজির স্থাপন করতে হবে। আমরা যেন সুন্দরভাবে এ ধর্মীয় উৎসবটি উদযাপন করতে পারি।

পূজা আসলে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে এ ব্যাপারে র‌্যাবের থেকে বাড়তি নিরাপত্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমাদের সতর্ক থাকতে হবে। আমার জিনিস যেন কেউ চুরি করতে না পারে। পাশাপাশি আমাদের টহল দল থাকবে। আমরা ব্যবস্থা নেবো। পাশাপাশি নিজেদেরও সতর্ক থাকতে হবে।

পূজায় র‌্যাবের পক্ষ থেকে কতজন সদস্য কাজ করছে এমন প্রশ্নে র‍্যাব-১১ সিও জানান, র‍্যাব-১১ সাতটি জেলা নিয়ে কাজ করে। নারায়ণগঞ্জের জন্য আমাদের দুই প্লাটুন রয়েছে। পাশাপাশি আমাদের সাদা পোশাকেও থাকবে।

পূজায় শঙ্কা আছে কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, পূজাকে ঘিরে আমাদের কোনো শঙ্কা নেই। তবে এটা উড়িয়ে দেওয়াও যায় না, কখন কী ঘটে। তবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিবেশ খুবই ভালো আছে। নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

Leave a Reply

Back to top button