পূজামন্ডপে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পাশে থাকবো: আজাদ

আড়াইহাজারের প্রতিটি পূজামন্ডপে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আড়াইহাজারে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মামুনুর রশীদ।
নজরুল ইসলাম আজাদ বলেন, গত বছর পূজায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি বিএনপির ঢাকা বিভাগে আছি। গত বছর ঢাকা বিভাগসহ সকল জায়গায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় টিম গঠন করে প্রশাসনের সাথে থেকে পাহাড়া দিয়েছে এবং সহযোগিতা, সহমর্মিতা ও সাম্রগিকভাবে আমরা পাশে ছিলাম। ফলে সারাদেশে সুন্দরভাবে পূজা উদযাপিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় এবার ঢাকা বিভাগসহ সকল জায়গায় তো পূজা উদযাপিত হবে; তারপরও আমি যেহেতু আড়াইহাজারের সন্তান সে হিসেবে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থাকবো এবং আমাদের নেতাকর্মীরাও আপনাদের পাশে থাকবে।