সারাদেশ

পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, তিন কনস্টেবল আহত

বন্দরে জেলা পুলিশ সুপারের বহরে থাকা একটি পুলিশ ভ্যানে মুন্সিগঞ্জের মোক্তারপুরমুখী বোরাক পরিবহনের বাসের ধাক্কায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর বন্দর অংশে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন: পুলিশ কনস্টেবল জহির (২৯), রাজিব (২৭) ও সামসুদ্দোহা (২৪)। তারা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকেই বোরাক পরিবহনের বাসটির চালক আব্বাস আলীকে আটক ও বাসটি জব্দ করা হয়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, এসপি স্যার সকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পরিদর্শনের জন্য নামেন। এসপির নিরাপত্তার জন্য থাকা একটি পুলিশ ভ্যানে ধাক্কা দেয় মুন্সিগঞ্জের মোক্তারপুরমুখী বোরাক পরিবহনের বাসটি। এতে পুলিশ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন কনস্টেবল আহত হন। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

Leave a Reply

Back to top button