সারাদেশ

পিস্তল হাতে ভিডিও ভাইরাল, যুবক গ্রেফতার

ঘরের ভেতরে হাতে একটি পিস্তল নিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এক যুবক। যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাতেই কাল হলো ওই যুবকের। এ ঘটনায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে পুলিশ। তবে, পিস্তল উদ্ধার করতে পারেনি পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামে।

গ্রেপ্তার ওই যুবকের নাম সাবিদ হোসেন (২০)। তিনি উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম দর্পনের ছেলে। সাবিদ স্থানীয় সফর উদ্দিন কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে।

আটক সাবিদের দেওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, ভিডিওতে দেখা অস্ত্রটি তার নয়, ঢাকা থেকে তার দুজন বন্ধু এসেছিল। সেটি তাদের অস্ত্র। কৌতূহলবশত সাবিদ অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেছিল, আর তার এক বন্ধু ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পুলিশ সাবিদ হোসেনকে আটক করে। তবে অস্ত্রটি উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Back to top button