সারাদেশ

পায়ের রগ কেটে যুবককে হত্যা

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে কলিম উদ্দিন শাহ মাজারের কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত মেহেদী হাসান নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে বসবাস করছিলেন। 

পুলিশ জানায়, নিহত মেহেদী ভুলতা গাউছিয়া মার্কেটের দুই তলায় নন্দিনী টেইলার্স নামের একটি টেইলার্স পরিচালনা করে আসছিলেন। তিনি কয়েকদিন যাবত নিখোঁজ ছিলেন। কিন্তু পরিবারের কেউ থানা পুলিশকে অবহিত করেননি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে তাকে পায়ের রগ কাটা অবস্থায় গোলাকান্দাইল উত্তরপাড়া মাজার সড়কে পাশে দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Back to top button