সারাদেশ

সদরে বসছে ১১টি পশুর হাট

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১১টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ দরদাতারা পেয়েছেন কোরবানির পশুর হাটগুলো। এসময় সর্বোচ্চ ও সর্বনিম্ন দরদাতাদের নাম ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত ফেরদৌস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোগনগর ইউনিয়নের নতুন সৈয়দপুর এলাকায় জনাব আলী আকবর সাহেব এর নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন মো. বাবু ৫০ লাখ টাকায়। গোগনগর ইউনিয়নের বাড়িরটেক ৩নং ওয়ার্ডে নীট রিফ্লাক্স গার্মেন্টস সংলগ্ন আব্দুর রহমান এর নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন মো. রাজিব ১২ লাখ ৫০ হাজার টাকায়। গোগনগর ইউনিয়ন পরিষদ এর উত্তর পার্শ্বে (সৈয়দপুর পাঠান নগর মাঠে) অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন শাহিদ রহমান ২ লাখ ৩৫ হাজার টাকায়। গোগনগর ইউনিয়নের স-মিল সংলগ্ন আলী আকবর বেপারীর নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন নাইম হোসেন ৫ লাখ ৫০ হাজার টাকায়। গোগনগর ইউনিয়নের বাদশা মিয়ার নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন সাঈদুর রহমান ১ লাখ ৩০ হাজার টাকা।

বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন পশ্চিমপাড়ে অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন আব্দুল আজিজ ২ লাখ ৩০ হাজার টাকা। কাশীপুর ব্রীজ সংলগ্ন (ওরিয়ন পাওয়ার হাউজ) সংলগ্ন মাঠে অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন আইয়ুব আলী ২ লাখ ৬০ হাজার টাকা।

কুতুবপুর ইউনিয়নের পাগলা তালতলা সংলগ্ন প্যারাডাইস সিটি মাঠে অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন মীর হোসেন মীরু ২ লাখ ৬০ হাজার টাকা। কুতুবপুর ইউনিয়নের শান্তিধারা এলাকায় (মসজিদ উন্নয়নের স্বার্থে ) হাজী আব্দুর রাজ্জাক বেপারীর মার্কেট সংলগ্ন খালি মাঠে অস্থায়ী পশুর হাটটি পেযেছেন আব্দুর রাজ্জাক ২ লাখ ৯০ হাজার টাকায়। কুতুবপুর ইউনিয়নের ভূইগড় এলাকায় অবস্থিত জনাব মো: কবির হোসেন এর নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন মো. কবির হোসেন ২ লাখ ৯০ হাজার টাকায়। কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এসবি গার্মেন্টস এর দক্ষিণ পাশের সুরুজ মিয়া গংদের ভরাটকৃত খালি জায়গায় অস্থায়ী পশুর হাটটি পেয়েছেন রাব্বি ২ লাখ ৬১ হাজার টাকায়।

এবার সর্বোচ্চ দর উঠেছে গোগনগর ইউনিয়নের নতুন সৈয়দপুর এলাকায় জনাব আলী আকবর সাহেব এর নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাটটি। সর্বোচ্চ ৫০ লাখ টাকায় হাটের ইজারা পেয়েছেন একমাত্র দরদাতা মো. বাবু।

দরপত্র ঘোষনা শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত ফেরদৌস বলেন, সদর উপজেলার গোগনগরে ৪টি, কাীশপুরে ও বক্তাবলীতে একটি ও কুতুবপুরে ৪টি হাটের দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র উন্মুক্ত করার মধ্য দিয়ে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষনা করা হয়েছে।

Back to top button