পাঁচবিবিতে আজাদকে সংবর্ধনা

পাঁচবিবিতে বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে ফুলের মালা দিয়ে বরণ করে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার নাকুরগাছি আশা এলপিজি গ্যাস স্টেশনে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলের আয়োজনে এই অভ্যর্থনা অনুষ্ঠিত হয়।
তিনি সাবেক যোগাযোগ মন্ত্রী মরহুম আব্দুল আলীমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে যোগ দিতে দিনাজপুর থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিকে বরণ করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় এই নেতার আগমন পাঁচবিবির রাজনীতিতে নতুন উদ্দীপনা যোগ করেছে। অনুষ্ঠানে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা হয় এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।