পাঁচটি আসনে ধানের শীষের এমপি উপহার দিব: সাদরিল

‘নারায়ণগঞ্জের ৫টি আসনে ধানের শীষের এমপি উপহার দিতে চাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
সাদরিল বলেন, বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন এবং ৩১ দফা তুলে ধরবেন। সামনে জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ বিএনপির প্রার্থীরা ৫টি আসনে বিপুল ভোটে জয়লাভ করবে।
২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ হালিম জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

