পলিথিন জব্দ, সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কাঁচপুর কাঁচাবাজারের চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১১৬ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয় করেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এই চারটি প্রতিষ্ঠানকে ১৫(১) ধারায় জরিমানা করা হয়।
অভিযানে মহাসিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা ও ৯৫ কেজি পলিথিন জব্দ, বরিশাল স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি পলিথিন জব্দ, কুমিল্লা ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা জরিমানা ও ২ কেজি পলিথিন জব্দ, আল্লাহ ভরসা স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা ও ৯ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।