পরকীয়ার সন্দেহে স্ত্রীকে রুটি বানানোর বেলন দিয়ে হত্যা

স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন স্বামী। প্রায়ই ঝগড়া হতো তাদের। অভিযোগ সেই সন্দেহের বশেই শুক্রবার রাতে রুটি বানানোর বেলন দিয়ে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। আটকৃতের নাম বিল্লাল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দম্পতি মিজমিজি এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে চিৎকার শুনে ওই কক্ষের সামনে গেলে বিল্লাল দেরি করে দরজা খোলে। ভেতর ঢুকে ইতি আক্তারের রক্তাক্ত নিথর দেহ মেজেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ আসে।
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামী তার স্ত্রীকে রুটি বানানোর বেলন দিয়ে উপর্যুপরি পিটিয়ে হত্যা করে। স্বামীকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।