সারাদেশ
পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসনাল প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাহরিকে খাতমে নুবুওয়াত বাংলাদেশ।
শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি সাওবান সাকিব।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি হাফেজ আ. রহিম ও মুফতি আব্দুল্লাহ আল মামুন। এসময় বক্তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে অবিলম্বে ভ্যালেন্টিনা গোমেজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।