সারাদেশ

পড়ালেখা করালেই হবে না, বাচ্চাদের সময় দিতে হবে: অভিভাবকদের সাদরিল

৯৫নং আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দুইশ স্কুল ব্যাগ ও তিনশত বৃক্ষ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল।

প্রধান অতিথির বক্তব্যে সাদরিল বলেন, এই যে বাচ্চারা ওরা শিক্ষা জীবনের প্রথম ধাপ শুরু করেছে। অনেক অভিভাবকদের দেখা যায়, তারা চাকরি করেন বাচ্চারা তেমন সময় দিতে পারেন না, তবে এই জিনিসটাই বাচ্চাদের উপর অনেক প্রভাব ফেলে। শুধু স্কুলে ভর্তি করে পড়ালেখা করালেই হবে না, অভিভাবকদের বাচ্চাদের প্রতি সময় দিতে হবে। বাচ্চারা পড়ালেখা ঠিকমতো করছে কিনা তাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে হবে।

তিনি আরও বলেন, বাচ্চাদের খারাপ বন্ধু এবং মোবাইল থেকে দূরে রাখতে হবে। বাচ্চাদের ছোট থেকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। যদি ছোট থেকে ভালো জিনিসগুলো তার মাথায় ঢোকে তাহলে বড় হয়ে ভালো হবে। না হলে দেখা যাবে সন্তান বড় হওয়ার পর বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে, বিয়ের পর বউ নিয়ে অন্যত্র চলে যাচ্ছে। মা বাবার কাছে সন্তান সব থেকে মূল্যবান সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারই।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক শিক্ষকও এই শিক্ষকতাকে পেশা মনে করে। তারা আসে কোন রকম কিছু পড়া দিয়ে চলে যায়। এটি পেশা নয়, আপনার বাসায় আপনার শিশুকে যেভাবে যত্ন করেন এখানেও এসে ছাত্রদের আপনার বাচ্চার মত যত্ন করতে হবে। স্কুলের বাচ্চাদের খোলামেলা মাঠের অভাবের কথা শুনেছি। আমার পিতা যদি এবার নির্বাচনে আপনাদের সেবা করার দায়িত্ব পায়, স্কুলের জন্য একটা মাঠের ব্যবস্থা আমরা করব।

এসময় আরও উপস্থিত ছিলেন আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: খাদিজা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও থানা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক টি.এইচ.তোফা, প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুমসহ প্রমুখ।

Leave a Reply

Back to top button