নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না: গিয়াসউদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরন ও ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
শনিবার (১১ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ এবং গনসংযোগ কর্মসূচি করা হয়।
এসময় গিয়াসউদ্দিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বদ্ধপরিকর। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের বিকল্প আর নেই। বর্তমান অন্তবর্তীকালিন সরকার ও নির্বাচন কমিশনার আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য দিন তারিখ নির্ধারণ করেছে। জনগণ আজকে সে আশায় বুক বেঁধেছে। কবে তারা ভোট দিবে সেজন্য অধীর আগ্রহে রয়েছে। যতক্ষন পযর্ন্ত নির্বাচন না হবে ততক্ষন পযর্ন্ত রাজপথ ছেড়ে আমরা কোথাও যাবো না।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী এলাকা নিয়ে আমি কাজ করছি। ৫টি নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন যে পাবে তাকে বিজয়ী করা আমাদের দায়িত্ব। আপনারা সবাই বিএনপির ও ধানের শীষের পক্ষে সকলের কাছে গিয়ে বার্তা পৌছে দিবেন। আমরা নারায়ণগঞ্জের ৫টি আসন যেন বিএনপির পক্ষে দিতে পারি।
এ সময়ে আরও ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম—সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মো: আকবর হোসেন, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দীন মন্তু, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।