নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খোকাকে শোকজ করল ইসি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন নির্বাচন অনুসন্ধান কমিটি।আগামী ৪ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে তাকে স্বশরীরে কিংবা তার একজন প্রতিনিধির মাধ্যমে কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি মোহসিনা ইসলাম স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয় তাকে।
নোটিশে উল্লেখ বলা হয়, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেক মানুষের সমন্বয়ে একটি মিছিল নিয়ে যান। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। আপনার উক্ত আচরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।
এ বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।