নিজেকে বিএনপির প্রার্থী ঘোষণা করলেন মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বুধবার (১৫ অক্টোবর) রয়েল রিসোর্টে সোনারগাঁয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন।
এসময় সাংবাদিকদের মামুন মাহমুদ বলেন, আমি সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ থেকে নির্বাচন করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে আমি একজন প্রার্থী। বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয় আমি এ আসনে প্রার্থী হতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, এ আসনে অনেক প্রার্থী হয়েছেন যাদের দলে অনেক অবদান রয়েছে। আমি কাউকে ছোট করতে চাই না। দল যাকে নমিনেশন দিবে সবাই মিলে আমরা তাকে পাশ করাবো। আমাদের মধ্যে দ্বন্দ্ব কলহ নেই। আমাদের মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের সৃষ্টি হয় নাই। যদি প্রার্থী আরও বেশি হয় আমি তাদেরকে স্বাগত জানাবো। সকলেই মিলে আমরা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে চাই।