সারাদেশ

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল মারীখালী নদে

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মোস্তাকিম নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মোস্তাকিম বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।

রোববার (৩১ আগস্ট) সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের মারীখালী নদ থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার নিখোঁজ হওয়ার পর শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন সকালে নদে ভেসে ওঠে তার মরদেহ। তিন মাস আগে মোস্তাকিমের মা কোহিনূর বেগম পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর থেকে বাবা ও দাদার কাছেই থাকতো শিশু মোস্তাকিম।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Back to top button