সারাদেশ

না ফেরার দেশে সাংবাদিক এমির বাবা

সাংবাদিক ফাহমিদা এমির বাবা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব মো. আব্দুল হামিদ না ফেরার দেশে চলে গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দিবাগত রাত ২টায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে ও ছয়জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মো. আব্দুল হামিদ ছিলেন একজন সৎ, নীতিবান ও পরহেজগার মানুষ। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব পদ থেকে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

Leave a Reply

Back to top button