সারাদেশ

নাসিকের বাজেট ঘোষণা বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২৮ আগস্ট)।

সকালে নগর ভবনের অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করবেন সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান।

এর আগে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২৩-২৪ অর্থবছরে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা বাজেট ঘোষনা করেছিলেন। এবার ২০২৫-২৬ অর্থবছরে ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়নে কিছুটা বিলম্ব হয়েছে। প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার আগে একাধিক বৈঠক করে বাজেটের আকার ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Back to top button