সারাদেশ

নাশকতার মামলায় সেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

রূপগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক মাহাবুব রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট ) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷ তিনি বলেন, রূপগঞ্জ থানায় করা নাশকতার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে পাঠালে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন৷ শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন৷

আসামির পক্ষে আদালতে জামিন শুনানি করেননারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।

উল্লেখ্য, বুধবার (৩০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মসূচি পালন শেষে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় থেকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে রূপগঞ্জ থানার একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

Back to top button