সারাদেশ

না.গঞ্জের তিন উপজেলায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১৬ প্রার্থী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারাগাঁ ও আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচনে ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তফসিল অনুযায়ী মঙ্গলবার শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করলেন।

রিটার্নিং কার্যালয়ের কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এতে করে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন, অবশিষ্ট প্রার্থী ৪ জন।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এতে করে আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচনে ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন, অবশিষ্ট প্রার্থী ৫ জন।

এদিকে, সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন নি। এতে অবশিষ্ট প্রার্থী ৯ জন। অবশেষে নারায়ণগঞ্জে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৩৪ প্রার্থীর মধ্যে ১৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

 

Leave a Reply

Back to top button