সারাদেশ

বন্দরের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ-৫ আসনকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বন্দরবাসী। সোমবার (৪ আগস্ট) দুপুর ২টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও আশপাশের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনটি প্রশাসনিক, ভৌগোলিক ও জনসংখ্যাগত দিক থেকে একটি কার্যকর ও সঙ্গতিপূর্ণ নির্বাচন এলাকা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া প্রস্তাব সেই অখণ্ডতা নষ্ট করেছে, যা জনস্বার্থ পরিপন্থী এবং এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হবে।

বক্তারা আরও বলেন, বন্দর উপজেলা একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক এলাকা, যার পূর্বে ব্রহ্মপুত্র ও পশ্চিমে শীতলক্ষ্যা নদী। এই প্রাকৃতিক ও প্রশাসনিক বৈশিষ্ট্য উপেক্ষা করে বিভাজন আইন পরিপন্থীভাবে সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে। “জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১”-এর ৬(২) ধারায় আঞ্চলিক অখণ্ডতা ও প্রশাসনিক সুবিধা বিবেচনার কথা থাকলেও কমিশনের খসড়ায় সেটি মানা হয়নি। বরং ঘ, ঙ, জ, ঞ, ট ক্রমিক শর্ত লঙ্ঘিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান—প্রস্তাবিত সীমানা পুনর্বিবেচনা করে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন আগের মতো নারায়ণগঞ্জ-৫ আসনে বহাল রাখতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শিপলু, জাকের পার্টির নেতা ইকবাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বন্দর থানা শাখা) নেতা আবির, নাগরিক ঐক্য (বন্দর থানা শাখা) সভাপতি মাহাবুব চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আপত্তিপত্র জমা দেওয়া হয়।

Leave a Reply

Back to top button