সারাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের জামপুরে নারীদের নিয়ে উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সোনারগাঁয়ে নারীদের নিয়ে এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১৪ আগষ্ট জামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিলাব গ্রামে জামপুর মহিলা দলের ব্যানারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি লুৎফর মেম্বার। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু।

সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজলের সভাপতিত্বে ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক সুমন মোল্লা, রোকনুজ্জামান, কবির হোসেন জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগির হোসেন জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সালু জামপুর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ সভাপতি পনির হোসেন মিন্টু সোনারগাঁও উপজেলা মহিলা দলের নেত্রী রাবি আক্তার সহ শত শত মহিলা দলের কর্মীরা।

উঠান বৈঠকে বক্তারা বলেন, নারী সমাজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রাষ্ট্রকাঠামো মেরামতের এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য।

স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে বৈঠকে অংশ নেন এবং ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ সমর্থন জানান।

Leave a Reply

Back to top button