সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।  তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের ভাই।  

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। পরে নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। গত ২৭ আগস্ট এ কর্মকর্তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।

Leave a Reply

Back to top button