নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

নারায়ণগঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতি ২০২৫-২০২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ রেলগেইট এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির উপদেষ্টা মো. রবি হোসেন, সভাপতি ছানাউল করিম শিপলু, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ মো. রাহাদ হোসেন, সহ-সম্পাদক মো. নাছির মিয়া, কোষাধ্যক্ষ মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক মো. সুজন মিয়া, সদস্য মো. সালাউদ্দিন পাঠান, মো. শাহাদাত হোসেন, মো. রিয়াজুল ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, সংবাদপত্র জগতে সক্রিয়দের সংগঠিত করা ও পেশাগত স্বার্থরক্ষায় এ সমিতির কার্যক্রম আরও জোরদার করা হবে। পরিচিতি সভায় সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশে পারস্পরিক মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।