নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময়ে আইয়ুব ভূঁইয়া

নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে আসেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সময় অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া বলেন, “সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের আওতায় আনার চিন্তা করা হচ্ছে। বিগত কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান কমিটি এ বিষয়ে কাজ করছে। দেশের সকল জেলা পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকরা আগামীতে জাতীয় প্রেস ক্লাব ব্যবহার করার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব পাওয়ার পর তিনি দেশের বিভিন্ন জেলার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নিচ্ছেন। আমরা সাংবাদিকরা কোনো দল বা মতের নই, বরং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য এ কে এম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়সহ প্রেসক্লাবের সকল সদস্যরা।
শুরুতেই নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।