সারাদেশ

নারায়ণগঞ্জে ২২৩টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, যানজট নিরসন, ফুটপাত হকারমুক্ত রাখা এবং শীতলক্ষ্যা নদীতে সন্ধ্যার পর বালুবাহী ট্রলার চলাচল বন্ধ রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন করবো সকলের অংশগ্রহনের মধ্য দিয়ে। উৎসবটি উদযাপন শেষ পর্যন্ত সফলতার সাথে শেষ করাই স্বার্থকতা। এই আয়োজনে প্রতিটি ধাপ সর্তকতার সাথে সুন্দরভাবে করতে পারি তার জন্য সকলকে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে দায়িত্ব নিতে হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারের দুর্গাপূজায় জেলায় ২২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জ উপজেলায় ৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর জেলায় পূজা হয়েছিল ২১৩টি মণ্ডপে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, সদর উপজেলা ইউএনও তাছলিমা শিরিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগ বিএনপি আহ্বায়ক এড সাখাওত হোসেন খান, মহানগর সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও  জেলা পর্যায় পূজা কমিটির সভাপতি সদস্যরা। 

Leave a Reply

Back to top button