নারায়ণগঞ্জে স্বাস্থ্য সেবা কার্যক্রমে শ্রেষ্ঠ ফতুল্লা ইউনিয়ন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ফতুল্লা ইউনিয়ন।৯ জুলাই পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ও জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রশংসাপত্রে এ তথ্য জানানো হয়।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হবে। সনদটি গ্রহণ করবেন ফতুল্লা ইউনিয়ন পিরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।
প্রশংসাপত্রে জানানো হয়, ২০২২-২০২৩ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য ফতুল্লা ইউনিয়ন পরিষদ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে।পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে এই ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য। আমরা বিশ্বাস করি, এ কর্মোদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে।