নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২০ অক্টোবর) ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক শব্দদূষণকারী ০১টি যানবাহন থেকে ২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসঙ্গে একটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম। তাকে সহায়তা করেন নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।