সারাদেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণকারী ৭ যানবাহনে জরিমানা

ফতুল্লায় শব্দদূষণ রোধে পরিচালিত পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭টি যানবাহনকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা ও হর্ণ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দায়ের করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এসব যানবাহন মালিকদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়। 

অভিযান শেষে জানানো হয়, শব্দ দূষণসহ পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button