নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। “
আপনার চোখকে ভালোবাসুন’’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। অনুষ্ঠানে সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন ম্যানেজার (বিএইচপি) মো: মুস্তাফিজুর রহমান, জেলা সমন্বয়ক (ব্র্যাক) সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম হোসেন, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ ও কর্মসূচি সংগঠক (বিএইচপি) অন্তু কর্মকারসহ প্রমুখ।
অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যতœ সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হয়।