নারায়ণগঞ্জে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অগ্রগতির জন্য আমাদের ইনফরমেশন অবশ্যই মানসম্মত হতে হবে। যারা তথ্য নিয়ে কাজ করেন, তাদের দক্ষ হতে হবে। তবেই দেশের জন্য সুফল বয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।