সারাদেশ

নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিআরটিসি বাসের ধাক্কায় শাহজালাল আল ইমরান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জালকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহজালাল আল ইমরান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার প্রয়াত সামছুল ইসলামের ছেলে। সে ঢাকা ওয়াসার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বড় ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  শাহাজাদা আল ইমরান লিংক রোড ধরে মোটরসাইকেল চালিয়ে চাষাড়া যাচ্ছিলেন। এসময় একটি বিআরটিসি বাসের সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা থানা ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Back to top button