সারাদেশ

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর দুই পা বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পরে অজ্ঞাতনামা এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শহরের ২নং গেইটে বোস কেবিনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ওই নারীকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন দুর্ঘটনায় ওই মহিলার শরীরের দুই পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, আহত নারীর অবস্থা এখনও সংকটাপন্ন। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Back to top button