নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে একটি র্যালী বের হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গ্রীন আমরেলা নামে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে । চালক, হেলপারদের প্রশিক্ষণ ও পোশাকের ব্যবস্থা করা সহ ড্রাইভারদের জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে। তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হব।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আবদুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান, টিআই আব্দুল করিম শেখ, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই এর জেলা প্রতিনিধি মো. জামান মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে দুর্ঘটনা এড়ানোর জন্য দুইজন বাসচালককে পুরস্কৃত ও তিনজন মোটরসাইকেল চালককে হেলমেট পরিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

