Uncategorized
বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ গ্রেপ্তার

ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী চারটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিন নেননি। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ফতুল্লা থানায় দায়ের করা ইয়াসিন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।