সারাদেশ

নারায়ণগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী নারায়ণগঞ্জে উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে মহাশোভাযাত্রা বের করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২ নম্বর রেলগেট এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। শোভাযাত্রায় শিশু-কিশোর ও তরুণ তরুণীরা অংশ নেন।

 

Leave a Reply

Back to top button