সারাদেশ
নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের নবম সম্মেলন

জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবম সম্মেলন উদ্বোধন করা হয়েছে।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ২ দিনের এই সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড।
রিচার্ড তার বক্তব্যে দেশের সকল বিশ্ববিদ্যালয়-কলেজে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান এবং একইসাথে নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ স্থাপনেরও দাবি জানান।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে র্যালি বের করেন ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা। র্যালিটি চাষাঢ়ায় জেলা পরিষদের ডাক-বাংলোর সামনে গিয়ে শেষ হয়।