সারাদেশ

নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) জন্মদিন ঈদে মিলাদুন্নবী( সা) উদযাপন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী( সা) কমিটির উদ্যোগে জশনে জুলুস র‌্যালী বের হয়। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য পীর সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদীন নেতৃত্বে জশনে জুলুস র‌্যালিটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। 

জেলার বিভিন্ন উপজেলা ও পাড়া মহল্লা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আরবি হরফে লেখা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল করে জশনে জুলুসর র‌্যালীতে যোগ দেয়। এ সময় হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢলে জশনের জুলুস র‌্যালীটি জনসমুদ্রে পরিণত হয়।

আখেরী নবী আগমন ঘিরে ঈদের আনন্দের দোয়ার সৃষ্টি হয় সাধারণ মুসল্লিদের মধ্যে। মুসল্লীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে দরুদ ও সালাম জিকির আসগার হাম নাথ পরিবেশন করেন।  “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ”সহ বিভিন্ন ইসলামিক স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জশনে জুলুস র্র‌্যালী।

Leave a Reply

Back to top button