সারাদেশ

নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক ৬

নারায়ণগঞ্জে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে খানপুর সরদারপাড়া দরদী হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-হলেন নাসিম বিল্লাহ ওরফে নাসিম (৩৪), মো. সাঈদ (২৩), মো. সাইদুল ইসলাম (২৩), মো. রাজীব (২৭), মো. সাগর (২৫) ও মো. রমজান হোসেন (৩২)। এসময় তাদের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত। তারা মাদক ব্যবসার অর্থ লেনদেন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button