সারাদেশ

নারায়ণগঞ্জের ৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টি আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৪ সেপ্টেম্বর এই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। 

নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত ছিলো। এর আগে সীমানা পুনর্নির্ধারণে সোনারগাঁয়ের সাথে বন্দর উপজেলাকে সংযুক্ত করা হয়েছিলো। আসনটিতে বন্দর উপজেলা গঠিত করায় স্থানীয় নেতৃবৃন্দরা আপত্তি জানিয়েছিলো বন্দর আসনকে বাদ দেওয়ার। এবার এ আসনে চূড়ান্ত করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্বিরগঞ্জের ১ থেকে ১০ ওয়ার্ড। 

নারায়ণগঞ্জ-৪ আসন ফতুল্লা ও সিদ্বিরগঞ্জ থানা নিয়ে গঠিত। এর আগে সীমানা পুনর্নির্ধারণে সিদ্বিরগঞ্জ থানাকে বাদ দিয়ে ফতুল্লা, বক্তাবলী, কাশিপুর, এনায়েতনগর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে সংযুক্ত করা হয়েছিলো। এবার এ আসনে কোনো পরিবর্তন না এনে আগের ৭টি ইউনিয়নকে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসন বন্দর উপজেলা ও সদরের গোগনগর ও আলীরটেক নিয়ে গঠিত ছিলো। এর আগে সীমানা পুনর্নির্ধারণে বন্দর উপজেলাকে সোনারগাঁয়ে এবং গোগনগর ও আলীরটেককে নারায়ণগঞ্জ-৪ আসনে সংযুক্ত করা হয়েছিলো। নির্ধারণ করা হয়েছিলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড।  এবার এ আসনে বন্দর উপজেলাকে নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ থেকে ২৭ ওয়ার্ড চূড়ান্ত করা হয়েছে। 

নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার ও নারায়ণগঞ্জ-১ রুপগঞ্জ আসনে কোনো পরিবর্তন করা হয়নি। 

Leave a Reply

Back to top button