সারাদেশ
নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনে রদবদল

নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এসেছে। বাকি দুইটি আসন পরিবর্তন আনা হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৩০ জুলাই এসব সংসদীয় আসন পুনর্বিন্যাস করেছে।
সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত ছিলো নারায়ণগঞ্জ-৩ আসন। অর্ন্তভুক্ত বরা হয়েছে বন্দর উপজেলাকে। অথাৎ সোনারগাঁ-বন্দর নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন গঠিত হয়েছে।
সিদ্বিরগঞ্জ ও ফতুল্লা নিয়া গঠিত নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সিদ্বিরগঞ্জ থানা বাদ দেয়া হয়েছে। এ আসনে রাখা হয়েছে ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর, বক্তাবলী, কুতুবপুর, গোগনগর ও আলীরটেককে। এর মধ্যে গোগনগর ও আলীরটেক ছিলো নারায়ণগঞ্জ-৫ আসনে।
বন্দর ও শহর নিয়ে গঠিত ছিলো নারায়ণগঞ্জ-৫ আসন। এবার এ আসনটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে গঠন করা হয়েছে।