স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ ও সর্বস্তরের আইনজীবীদের প্রিয় ব্যক্তি এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া’র জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জন্মদিন উদযাপন করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে বিকাল পযন্ত নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এড. মুহাম্মদ মোহসীন মিয়া’র নিজস্ব চেম্বারে দলে দলে একের পর এক কেক ও ফুল নিয়ে এসে এ জন্মদিন উদযাপন করেন আইনজীবীরা।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মোহসীন মিয়া জানান, আজ আমার জন্মদিন তবে ব্যক্তিগতভাবে আমি কোনো আয়োজন করি নাই। তবুও আমার সহকর্মী,ছোট ভাই ও সিনিয়রদের কাছ থেকে সহ সর্বস্তরের আইনজীবীদের কাছ থেকে এতো শুভেচ্ছা ও অভিনন্দন পেয়েছি যে আমি খুবই আনন্দিত। অনেকে কেক নিয়ে এসে, অনেকে আবার ফুল নিয়ে এসে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের সহ সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই অনেক কৃতজ্ঞতা এবং সকলের কাছে দোয়া চাই।