ধর্ষনে বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা

ফতুল্লায় মধ্যবয়সী এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টায় বাধা দেওয়ায় সাবেক এক ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. মফিজ (৪০)। সে কুতুবপুরের শিমুলবাগ এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে, ওই ছাত্রদল নেতার নাম আরাফাত হোসেন মামুন (২৫)। সে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবির মাষ্টারের ভাড়াটে বাড়ির একটি ফ্ল্যাটে মফিজ (৪০) নামে এক সন্ত্রাসী দলবল নিয়ে এক নারীকে ধর্ষনের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ওই ফ্ল্যাটে গিয়ে মফিজকে ধর্ষনে বাধা দেয়। এসময় মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাথারী মারধর করেন। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে চার তলার ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। তখন আশপাশের লোকজন দেখতে পেয়ে মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মূল ঘটনা তদন্তের পর জানা যাবে। ছাত্রদল নেতা আরাফাত চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।