সারাদেশ

ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে একটি পক্ষ: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, কিছু ধর্মভিত্তিক দল দেশে এমন রাজনীতি করছে যেন তাদের দলে যোগ দিলেই জান্নাত নিশ্চিত, এটা একেবারেই বিভ্রান্তিকর। ধর্মীয় অনুশাসন সবার জন্য সমান। ফরজ আমল কারো জন্য আলাদা নয়। এই বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা ওলামা দলের দায়িত্ব।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা ওলামা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি পক্ষ ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাড়িতে গিয়ে ফরম পূরণের নামে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। এমন বিভ্রান্তিকর কাজের বিরুদ্ধে আপনাদেরকেই ইমাম, খতিব ও আলেম হিসেবে সোচ্চার হতে হবে।

মামুন মাহমুদ আরও বলেন, এই ধরনের প্রচারণা দুনিয়ায় কিছু স্বার্থ হাসিলের পথ খুলে দিলেও আখিরাতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিএনপি রাজনীতি করে মানুষের সেবা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। তাই মানুষকে সত্য ধর্মীয় জ্ঞানের আলোয় আলোকিত করা ওলামা দলের দায়িত্ব।

বিএনপির এ নেতা বলেন, যারা ধর্মের নামে জান্নাত বিক্রি করছে, তারা আসলে ইসলামকে অপমান করছে। সমাজে এদেরকে বর্জন করতে হবে এবং প্রকৃত ইসলামি আদর্শ প্রচার করতে হবে।

ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক মো. জিলানী ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোহসিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা আলমগীর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাকারিয়া, সদস্য সচিব মো. মামুন, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button