সারাদেশ

দুর্গাপূজায় ৫ লাখ টাকার অনুদান দিচ্ছে নাসিক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬৬টি পূজা মন্ডপে প্রায় ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনে এ পূজা উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন, সচিব নূর কুতুবুল আলম, প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, নাসিক কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আবু নছর বলেন, পূজার প্রতিটি কার্যক্রম নির্বিগ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষ যেন আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সড়কের ছোট-খাটো যে গর্তগুলো আছে, তা মেরামতে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করা হবে। বিসর্জনের স্থানে বড় মঞ্চ ও আলোকসজ্জায় প্রায় ২ লাখ টাকা ব্যয় হবে। পূজার সময় একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হবে, যার সাথে পূজা পরিষদের নেতারা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন।

সন্ধ্যার পরে শহরে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Back to top button