দুর্গাপূজায় থাকবে চার স্তরের নিরাপত্তা: এসপি জসীম

আসন্ন দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্বক্ষণিক আমাদের একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের নাম্বারগুলো প্রতিটি মন্দিরের কমিটির সদস্যদের কাছে দেওয়া থাকবে, যাতে তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারে। আশা করি আমরা সবার সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সুন্দর পূজা উপহার দিতে পারবো।
তিনি জানান, নারায়ণগঞ্জ জেলায় এবার মোট ২২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এই বিশাল আয়োজনকে নির্বিঘ্ন করতে পুলিশ সকল ধরনের প্রস্তুতি নিয়েছে।
জানা যায়, জেলা পুলিশ সুপার শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জের মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির ও ৫নং ঘাট বিসর্জন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের বিষয়ে দিকনির্দেশনা দেন।