সারাদেশ
দিপু ভূইয়ার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

রুপগঞ্জের মুড়াপাড়ায় সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মজিবুর রহমান ভুইয়ার ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বিদ্যালয়ের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, সিনিয়র শিক্ষক মোহসিন মিয়া, আল আমিনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দরা।