সারাদেশ

দানব থেকে মানুষ না হলে ওদেরকে দাঁড়াতে দিব না: জোসেফ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য, অপপ্রচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ জুলাই) মন্ডলপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে এনসিপি নেতৃবৃন্দের প্রতি জোসেফ বলেন, তোমরা সমঝোতা হও। আমরা জুলাই বিপ্লবের পর যেমন তুমাদের সাথে ছিলাম, সামনের দিনগুলিতেও পারিবারিক ভাবে আমরা থাকবো। কারন, আমরা দেখেছি ফ্যাসিবাদের দোসররা তোমাদের আক্রমণ করেছে। এই বাংলার মাটিতে ফ্যাসিবাদের দোসররা যতদিন দানব থেকে মানুষ না হবে ততদিন আমরা ওদেরকে দাঁড়াতে দিব না।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি রাজনৈতিক বীজ। এখানে সব সময় আমরা সচেতন আছি। জুলাই বিপ্লব সহ বিএনপির অনেক আন্দোলনে আমাদের অনেকে মারা গেছেন শহীদ হয়েছেন। আমরা তাদের আত্নার মাগফেরাত কামনা করছি। তাই সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

Leave a Reply

Back to top button